সুবর্ণচরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

0
302

আরিফুর রহমান, সুবর্ণচর (নোয়াখালী):
তিন মামলার গ্রেফতারি পরোয়ানাসহ এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মনির(৩০) কে গ্রেফতার করেছে চরজব্বার থানা পুলিশ।

মো. মনির সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের চরজিয়া উদ্দিন গ্রামের মো. জামাল উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) চরজব্বার থানার ওসি হুমায়ুন কবির জানান, নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আমান উল্যাহ এর সার্বিক দিক নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে চরজব্বর থানাধীন চরজিয়াউদ্দিন গ্রামের আসামীকে তার নিজ বাড়ি হতে রাত অনুমানিক দেড়টার দিকে এএসআই(নিরস্ত্র) মিজানুর রহমান ও তার সঙ্গীয় ফোর্সের সহায়তায় গ্রেফতার করে।

তিনি আরও বলেন, আসামী মো. মনির (৩০) কে ২০২১ সালে একটি সি আর মামলায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি একই মামলায় ২ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত।

এছাড়াও চরজব্বার থানার পৃথক তিনটি মামলায় গ্রেফতারি পরোয়নাভুক্ত পলাতক আসামি ছিল মো. মনির। পরে আসামী মনিরকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন কর হয়।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here