হাজী মোশারেফ হোসেন স্কুল এন্ড কলেজের ঈদ পূর্ণমিলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

0
580

ইব্রাহিম খলিল শিমুল।

নোয়াখালী সুবর্ণচরে “হাজী মোশারেফ হোসেন স্কুল এন্ড কলেজ” এর প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ গঠন এবং ঈদ পূর্ণমিলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ জুলাই) বিকালে প্রতিষ্ঠানের মাঠে এ ঈদ পূর্ণমিলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ নিরঞ্জন চন্দ্র নাথের সঞ্চালনায় সৈকত সরকারি কলেজের অধ্যক্ষ মো. মোনায়েম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবিএম জাকারিয়া, প্রতিষ্ঠানের বাস্তবায়ন কমিটির যুগ্ম-আহ্বায়ক ও ফেনী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (স্পেশাল ম্যাজিস্ট্রেট) মো. শাহিন সিরাজ, চট্রগ্রাম মেট্রো পিবিআই পুলিশ পরিদর্শক (প্রশাসন) আবু জাফর মোহাম্মদ ওমর ফারক, প্রতিষ্ঠান বাস্তবায়ন কমিটির যুগ্ম-আহ্বায়ক ও কবিরহাট সরকারি কলেজের প্রভাষক সফিকুল ইসলাম সাজু, সুবর্ণচর উপজেলা ভাইস-চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার, প্রতিষ্ঠান সভাপতিত্ব হাজী ফজলুল হক, প্রতিষ্ঠান বাস্তবায়ন কমিটির যুগ্ম-আহ্বায়ক ও রাব্বানিয়া ফাজিল মাদ্রসার প্রভাষক মো. মিজানুর রহমান, কলেজ প্রতিষ্ঠাতা ও চরবাটা ইউপি’র সাবেক চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন, চরবাটা ইউপি’র ইউপি সদস্য আকবর হোসেন শাহনাজ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন সাংবাদিকবৃন্দ, রাজনৈতিকগণ, জনপ্রতিনিধি, গণ্যমান্যব্যক্তিবর্গ, প্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরাসহ অন্যান্যরা অতিথিবৃন্দ।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here