চরজব্বর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করিয়া আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ০২ সদস্য গ্রেফতার সহ ০৭ টি চোরাই মোটর সাইকেল উদ্ধার।
ঘটনার সংক্ষপ্তি বিবরণ: মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, বিপিএম, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, সহকারী পুলিশ সুপার, হাতিয়া সার্কেল এর তত্ত্বাবধানে জনাব রফিকুল ইসলাম অফিসার ইনচার্জ, চরজব্বর থানা, নোয়খালী এর নেতৃর্ত্বে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান মোল্লা সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ২৯/০৩/২০২৪ইং তারিখ ১৭.৩০ ঘটিকা হইতে ৩০/০৩/২০২৪ইং তারিখ ভোর ০৫.০০ ঘটিকা পর্যন্ত নোয়াখালী জেলার চরজব্বর থানা ও কবিরহাট থানা এলাকার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করিয়া আন্তজেলা চোরাই মোটরসাইকেল ক্রয় বিক্রয় চক্রের ০২ (দুই) সদস্যকে গ্রেফতার করেন। চরজব্বর থানার একটি চৌকস টিম প্রথমে চরজব্বর থানাধীন ১নং চরজব্বর ইউপিস্থ ১নং ওয়ার্ডের অন্তর্গত জাহাজমারা সাকিনের প্রভিটা গেইট সংলগ্ন চেউয়াখালী বাজার টু চরবসু পাকা সড়কের দক্ষিন পার্শ্বে সেলিম এর আধা পাকা দোকানঘরের ভিতর হইতে আসামী মোঃ মহিন উদ্দিন (৩০), পিতা- মোঃ সেলিম, মাতা- শেফালী বেগম, সাং- জাহাজমারা (ছৈয়াল বাড়ি সমাজ), ১নং ওয়ার্ড, ১নং চরজব্বর ইউপি, থানা- চরজব্বর, জেলা- নোয়াখালী এর হেফাজত হইতে ০৭ (সাত) টি চোরাই মোটর সাইকেল উদ্ধার পূর্বক জব্দ করে। ০১ নং আসামীর দেওয়ার তথ্যের ভিত্তিতে ইং ৩০/০৩/২০২৪ইং তারিখ গভীর রাতে কবিরহাট থানাধীন ধানসিড়ি ইউনিয়নের মকবুল চৌধুরী হাট এলাকায় অভিযান পরিচালনা করিয়া চক্রের অন্যতম সদস্য মোঃ লোকমান (৫১), পিতা- মৃত মোজাফ্ফর আহাম্মদ, মাতা- ফয়েজের নেছা, সাং- দক্ষিণ জগদানন্দ ০৬ নং ওয়ার্ড (মুকবুল চৌধুরী হাট), ধানসিড়ি ইউপি, থানা- কবিরহাট, জেলা- নোয়াখালীকে গ্রেফতার করা হয়। আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহারা স্বীকার করে যে, তাহারা দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজোসে বিভিন্ন মোটরসাইকেল চোরদের নিকট হইতে অভ্যাসগত ভাবে চোরাই মোটরসাইকেল ক্রয় করিয়া নোয়াখালী জেলা সহ আশপাশের জেলা সমূহে বিক্রি করিয়া আসিতেছিল।
গ্রেফতারকৃত আসামীর নাম-ঠিকানা :
(১) মোঃ মহিন উদ্দিন (৩০), পিতা- মোঃ সেলিম, মাতা- শেফালী বেগম, সাং- জাহাজমারা ১নং ওয়ার্ড (ছৈয়াল বাড়ি সমাজ), ১নং চরজব্বর ইউপি, থানা- চরজব্বর, জেলা- নোয়াখালী,
(২) মোঃ লোকমান (৫১), পিতা- মৃত মোজাফ্ফর আহাম্মদ, মাতা- ফয়েজের নেছা, সাং- দক্ষিণ জগদানন্দ ০৬ নং ওয়ার্ড (মুকবুল চৌধুরী হাট), ধানসিড়ি ইউপি, থানা- কবিরহাট, জেলা- নোয়াখালী।
৪। চোরাই উদ্ধারকৃত ও জব্দকৃত মোটরসাইকেলের বর্ণণাঃ-
ক। ০১টি নীল রংয়ের TVS Apache RTR মোটরসাইকেল, যাহার চেসিস নং- অস্পষ্ট, ইঞ্জিন নং- OE4AJ2461614, মূল্য অনুমান- ১,৫০,০০০/- টাকা।
খ। ০১টি নীল সাদা রংয়ের TVS Apache 4V মোটরসাইকেল, যাহার চেসিস নং- PS637AE78L6N35195, ইঞ্জিন নং- AE7BL2000449, মূল্য অনুমান- মূল্য অনুমান ২,০০,০০০/- টাকা।
গ। ০১ টি লাল কালো রংয়ের Hero Hunk মোটরসাইকেল, যাহার চেসিস নং- PS1KCS232KJH00063, ইঞ্জিন নং- KC13EFKGF00163, মূল্য অনুমান- ১,৫০,০০০/- টাকা।
ঘ। ০১ টি লাল কালো রংয়ের Bajaj Discover 110 মোটরসাইকেল, যাহার চেসিস নং- *MD2A15AY8JWA89914* ইঞ্জিন নং- অস্পষ্ট, মূল্য অনুমান-১,২০,০০০/- টাকা।
ঙ। ০১ টি নীল কালো রংয়ের Hero Glamour মোটরসাইকেল, যাহার চেসিস নং- PS1JAS097JJ001783 , ইঞ্জিন নং- JA06EJJGA03231, মূল্য অনুমান- ১,২০,০০০/- টাকা।
চ।০১ টি লাল কালো রংয়ের Hero Glamour মোটরসাইকেল, যাহার চেসিস নং- MBLJA06AHEGG2616, ইঞ্জিন নং- JA06EJEGG17556, মূল্য অনুমান- ১,২০,০০০/- টাকা।
ছ।০১ টি কালো সাদা রংয়ের TVS Metro plus 110 মোটরসাইকেল, যাহার চেসিস নং- MD625CF18F1A94932, ইঞ্জিন নং- CF1AF1160197, মূল্য অনুমান- ১,২০,০০০/- টাকা।
মামলার বিবরণঃ- চরজব্বর থানার মামলা নং- ০৯, তারিখ- ৩০/০৩/২০২৪ইং, ধারা- ৪১১/৪১৩ পেনাল কোড।