পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই’র প্রতিষ্ঠাতা ইমরান খানকে ১৪ মামলায় জামিন দেয়া হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) ইসলামাবাদের সন্ত্রাসবাদ বিরোধী আদালতের (এটিসি) বিচারক মালিক ইজাজ আসিফ এক শুনানি শেষে এই রায় দিয়েছেন। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউন
ইমরানের ১৪ মামলার মধ্যে ১২টি ৯ মে কেন্দ্র করে। বাকি দুটি পাকিস্তানের সামরিক বাহিনীর জেনারেল হেডকোয়ার্টার (জিএইচকিউ) ও সামরিক বাহিনীর জাদুঘরে হামলা সংশ্লিষ্ট।
ইমরান খানের পাশাপাশি তার রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতা শাহ মেহমুদ কুরেশিকেও ১৩ মামলায় জামিন দেয়া হয়েছে। গত বছরের ৯ মে দাঙ্গার ঘটনায় ইমরান খান ও কুরেশির বিরুদ্ধে যেসব মামলা দায়ের করা হয় তার অধিকাংশ মামলাতেই ইমরান খান ও কুরেশিকে জামিন দিয়েছেন আদালত।
ইসলামাবাদ হাইকোর্টে হাজিরা দিতে গিয়ে গত ৯ মে আদালত চত্বরে গ্রেপ্তার হয়েছিলেন ইমারান খান। এরপরই তার দলের নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো সেবার সেনানিবাস ও সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলা হয়।
পাকিস্তানে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন ইমরান খানের দলের সমর্থনকারী স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে আছে।