ইমরান খানের ৩ বছরের কারাদণ্ড

0
212

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই দলের প্রধান ইমরান খানকে দুর্নীতি মামলায় ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। একই সঙ্গে তাকে পাঁচ বছরের জন্য রাজনীতি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (৫ আগস্ট) তোশাখানা মামলায় প্রধান ইমরান খানকে দোষী সাব্যস্ত করে পাকিস্তানের একটি আদালত এই রায় দেন। খবর বিবিসির।

আদালতের রায়ে বলা হয়েছে, ইমরান খান ইচ্ছাকৃতভাবে ইসিপিতে (তোশাখানা উপহারের) জাল বিবরণ জমা দিয়েছেন। দুর্নীতির জন্য দোষী সাব্যস্ত হওয়ায় তাকে নির্বাচনী আইনের ১৭৪ ধারার অধীনে ৩ বছরের জন্য কারাদণ্ড দেওয়া হলো।

দণ্ড ঘোষণার পর তাৎক্ষণিকভাবে ইমরান খানকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তাকে এক কোটি রুপি জরিমানাও করা হয়েছে। তবে ইমরান বা তার আইনজীবীরা শুনানির সময় উপস্থিত ছিলেন না।

ইমরানে খানের বিরুদ্ধে তোশাখানার মামলাটির বাদি পাকিস্তান নির্বাচন কমিশন। এতে তার বিরুদ্ধে পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকার সময় পাওয়া উপহার রাষ্ট্রীয় তোশাখানায় জমা না দিয়ে বিক্রির অভিযোগ আনা হয়েছে।

Facebook Comments Box
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here