১৭তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ যে সময়ে হতে পারে

0
439

নিয়ম অনুযায়ী লিখিত পরীক্ষার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করতে হয়। কিন্তু কিছু জটিলতার কারণে ১৭তম শিক্ষক নিবন্ধনের ফল গত ৫ জুলাই প্রকাশ করা হয়নি। তবে, চলতি মাসেই (আগস্ট) লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

এনটিআরসিএর পরীক্ষা ও মূল্যায়ন শাখার পরিচালক আবদুর রহমান জানান, যাচাই-বাছাইয়ের কাজ চলছে। শেষ হলে ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হবে। অনুমতি মিললেই ফল প্রকাশ করা হবে। আশা করছি চলতি মাসেই (আগস্ট) ফল প্রকাশ করা হবে। সেটা চলতি সপ্তাহ কিংবা পরের সপ্তাহে হতে পারে।

তিনি বলেন, লিখিত পরীক্ষার ফল প্রকাশে যেহেতু কিছুটা বিলম্ব হচ্ছে তাই মৌখিক পরীক্ষার আয়োজন দ্রুত করা হবে।

উল্লেখ্য, ২০২০ সালের জানুয়ারিতে ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর ২০২২ সালের ৩০ ও ৩১ ডিসেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ দেড় লাখের মধ্যে ১ লাখ ৪ হাজারের বেশি প্রার্থী গত ৫ ও ৬ মে লিখিত পরীক্ষা দিয়েছেন।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here