৬.৮ মাত্রার ভূমিকম্পে ফের কাঁপলো ফিলিপিন্স

0
286

আবারো ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ফিলিপিন্স। সোমবার (৪ ডিসেম্বর ) স্থানীয় সময় ভোর ৪টায় ফিলিপিন্সের মিন্দানাওতে এই ভূ-কম্পন আঘাত হানে। এ নিয়ে টানা তিনদিন শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ভোরে ফিলিপিন্সের মিন্দানাওতে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে। তবে এতে এখন পর্যন্ত কেনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জিএফজেড জানিয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ৩৮ কিলোমিটার (২৩.৬১ মাইল) গভীরে আঘাত হানে।
এদিকে, যুক্তরাষ্ট্রের সুনামি সতর্ক ব্যবস্থা জানিয়েছে, ভূমিকম্পের কারণে সুনামির কোনো আশঙ্কা নেই।

এর আগে, রোববার (৩ ডিসেম্বর) ৬ দশমিক ৪ মাত্রার ভূ-কম্পনে কেঁপে ওঠে ভূখণ্ডটি। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পনটির উৎপত্তি হয়।

শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে ফিলিপিন্সে। যার কারণে দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়।

ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) বলেছে, ভূমিকম্পটির গভীরতা ৬৩ কিলোমিটার।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) বলেছে, এটি গত ১৫ দিনের মধ্যে দ্বিতীয় শক্তিশালী ভূমিকম্প।

গত মাসের মাঝামাঝি (১৭ নভেম্বর) এই মিন্দানাও অঞ্চলেই ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের (জিএফজেড) মতে, ভূমিকম্পটির গভীরতা ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে ছিল।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here