৩৫ লাখ টাকা বোনাস পেলেন টাইগ্রেসরা

0
252

শক্তিশালী ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে সিরিজ ড্র করায় বড় অঙ্কের বোনাস পাচ্ছেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। রোববার (২৩ জুলাই) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, ৩৫ লাখ টাকার অর্থ পুরস্কার পাচ্ছেন নারী ক্রিকেটাররা।

এর আগে, শনিবার (২২ জুলাই) সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে বাংলাদেশের দেওয়া ২২৬ রানের জবাবে ব্যাট করতে নেমে দারুণ লড়াই করে ভারত। কিন্তু শেষদিকে স্বাগতিক বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এবং দুর্দান্ত ফিল্ডিংয়ে ম্যাচ গড়ায় শেষ ওভারে।

শেষ ওভারে ভারত নারী দলের প্রয়োজন ছিল ৩ রান, হাতে ছিল এক উইকেট। শেষ ওভারের এমন সমীকরণে বাংলাদেশ দলের অধিনায়ক জ্যোতি ভরসা রাখেন মারুফা আক্তারের ওপর। প্রথম দুই বলে দুই সিঙ্গেল নিলেও তৃতীয় বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন মেঘনা। আর তাতেই চরম নাটকীয়ভাবে ড্র হয় সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ। প্রথম ম্যাচ বাংলাদেশ এবং দ্বিতীয় ম্যাচ ভারত জেতায় ১-১ এ সিরিজ ড্র হয়।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here