ভারতের বিপক্ষে খেলবেন না মুশফিক

0
260

ভারতের বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে মুশফিকুর রহিমকে পাচ্ছে না বাংলাদেশ দল। মুশফিকের স্ত্রী পুরোপুরি সুস্থ না হওয়ায় এখনই খেলায় ফিরতে পারছেন না জাতীয় দলের এই উইকেটকিপার–ব্যাটসম্যান। এসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানায়।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস এ ব্যাপারে বলেছেন, ‘মুশফিক আমাদের জানিয়েছেন, তাঁর স্ত্রী এখনো সুস্থ হননি। এই মুহূর্তে তাঁর পরিবারের সঙ্গে থাকা দরকার। আমরা পরিস্থিতিটা বুঝতে পারছি। তাই এই ম্যাচটা থেকে তাঁকে ছুটি দেওয়া হচ্ছে।’

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে গত ৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ ম্যাচ খেলে দেশে ফিরেছেন মুশফিক। আজ তাঁর শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল। আগামীকাল কলম্বোতে দলের সঙ্গে অনুশীলন করে খেলার কথা ছিল পরশুর ম্যাচ।

এই ম্যাচটা থেকে অবশ্য বাংলাদেশ দলের পাওয়ার তেমন কিছু নেই। এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নেওয়ার দৌড় থেকে ছিটকে গেছে বাংলাদেশ দল। ভারতকে শেষ ম্যাচে হারালেও ফাইনাল খেলা হবে না সাকিবদের।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here