চীনের সঙ্গে সামরিক সম্পর্ক জোড়া লাগাতে চান বাইডেন

0
270

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনের সঙ্গে তার দেশের সামরিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে চান বলে জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। দুই দেশের প্রেসিডেন্টের মুখোমুখি বৈঠকের আগে এই তথ্য জানালেন তিনি। রোববার (১২ নভেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

আগামী বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ সান ফ্রান্সিসকোর বে এরেনায় বৈঠকে বসবেন। ২০২১ সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বাইডেন দায়িত্ব নেওয়ার পর এটা তাদের দ্বিতীয় মুখোমুখি বৈঠক।

বিদ্রোহীদের হামলায় মিয়ানমারের যুদ্ধবিমান বিধ্বস্ত
মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে সুলিভান বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন দুই দেশের মিলিটারি টু মিলিটারি যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। কেননা তিনি মনে করেন যে এটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে প্রয়োজন। আমাদের যোগাযোগের পথ খোলা রাখা দরকার যাতে কোনো ধরনের ভুল বোঝাবুঝি না হয়।

গত বছর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষিদের তৎকালীন স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরের জেরে দুই দেশের মধ্যে সামরিক যোগাযোগ বন্ধ করে দেয় চীন। এরপর চলতি বছরের গোয়েন্দা ‍বেলুন কাণ্ডে দুই দেশের সম্পর্কে আরও ফাটল ধরে।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here