নিয়ন্ত্রণ হারিয়ে সুপারিবোঝাই পিকআপ খাদে, ব্যবসায়ী নিহত

0
215

ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে সুপারিবোঝাই পিকআপভ্যান খাদে পড়ে হাসান আকন (৩০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (১৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে নলছিটির ভৈবপাশা এলাকার ঝালকাঠি-বরিশাল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান আকন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া এলাকার গোলাম সরোয়ার আকনের ছেলে। তিনি একজন সুপারি ব্যবসায়ী।

নলছিটি থানার পরিদর্শক তদন্ত মনোরঞ্জন মিস্ত্রী জানান, মঠবাড়িয়া থেকে সুপারি নিয়ে ঢাকার উদ্দেশে যাওয়ার পথে পিকআপভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় সুপারি ব্যবসায়ী হাসান ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনার পর পিকআপভ্যান চালক পালিয়ে যান।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here