ইরানে সোলাইমানির মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭০

0
257

মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানের শীর্ষ কমান্ডার কাসেম সোলাইমানির মৃত্যুবার্ষিকীর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭০ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন।

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জানা গেছে, ইরানের স্থানীয় একটি কবরস্থানের কাছে সোলাইমানির মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে বহু ইরানি জড়ো হয়েছিলেন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে রয়টার্স বলছে, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর কেরমানে অনুষ্ঠান চলাকালীন প্রথম ও পরে দ্বিতীয় বিস্ফোরণে অন্তত ৭০ জন নিহত হয়েছেন।

আধা-সরকারি নুরনিউজ জানিয়েছে,
কবরস্থানের দিকে যাওয়ার রাস্তায় বেশ কয়েকটি গ্যাসের ক্যানিস্টার বিস্ফোরিত হয়েছে।

স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে,
এটি এখনও পরিষ্কার নয় যে বিস্ফোরণটি গ্যাস সিলিন্ডার নাকি সন্ত্রাসী হামলার কারণে হয়েছে।

টিভি ফুটেজে দেখা গেছে, আহত ব্যক্তিদের উদ্ধারে কাজ করছেন রেড ক্রিসেন্টের কর্মীরা। ইরানের কিছু সংবাদ সংস্থা জানিয়েছে, বিস্ফোরণে অন্তত ১৭০ জন আহত হয়েছেন।

কেরমান প্রদেশের রেড ক্রিসেন্টের প্রধান রেজা ফাল্লা রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন,
আমাদের উদ্ধারকারী দলগুলো আহতদের সরিয়ে নিচ্ছে… তবে ভিড়ের কারণে সেখানে রাস্তা বন্ধ হয়ে গেছে।

এদিকে, এ ব্যাপারে এখন পর্যন্ত ইরান সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here