ভোটারদের লাইন যতক্ষণ থাকবে, ততক্ষণ ভোট চলবে: সিইসি

0
259

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট শুরু হবে রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায়। শেষ হবে বিকেল ৪টায়। তবে কেন্দ্রের বাইরে ভোটারদের লাইন থাকলে শেষ হতে আরও দেরি হতে পারে।

শনিবার (৬ জানুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মিট দ্য প্রেসের বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন,
যারা ভোট দিতে আসবেন, তাদের ভোট দেয়া শেষ হলেই ভোট বন্ধ হবে।

তিনি বলেন, এজন্য পোলিং এজেন্টদের সেই সময়সীমা আরও এক-দুই ঘণ্টা বাড়িয়ে সেটা ৫টা থেকে ৬টার মতো খোলা থাকবে। যাতে তারা তাদের কার্যক্রম গুছিয়ে শেষ করতে পারেন।

হাবিবুল আউয়াল বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট হবে। প্রতিটি প্রার্থীকে ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট রাখার অনুরোধ করছি, যাতে ভোটাররা ভোটদানে বাধাগ্রস্ত না হন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায়। ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here