সুবর্ণ প্রেসক্লাব এর উপদেষ্টা সেলিমের সুস্থতার জন্য দোয়ার আয়োজন

0
841

ইব্রাহিম খলিল শিমুল।।

নোয়াখালী সুবর্ণচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এবং সুবর্ণ প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম এর আশু রোগ মুক্তি কামনায় দোয়ার আয়োজন করা হয়েছে।

রবিবার (১৭ জুলাই) বিকালে উপজেলার সুবর্ণ প্রেসক্লাবের আয়োজনে ক্লাব মিলনায়তনে এ দোয়ার আয়োজন অনুষ্ঠিত হয়।

ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম এর সঞ্চালনায় সভাপতি মো. নিজাম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ইতালি শাখার ব্যবসা ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাহার, চরবাটা মহিলা মডেল দাখিল মাদ্রসার সুপার মাওলানা মো. খোবায়েব হোসাইন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সম্পাদক মো. সামছুদ্দিন, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মো. হানিফ মাহমুদ, প্রচার ও দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল শিমুল, কার্যকরী সদস্য মো. নেয়ামত উল্যাহ তারিফ ও হামিদ উল্যাহ, অর্থ সম্পাদক খন্দকার মো. দিদারুল আলম, সদস্য মো. রেদোয়ান হোসেন ও তানভীর ইরাকসহ ক্লাবের অন্যান্যরা।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here