ইসরাইলি সেনাদের ওপর ধসে পড়ল ভবন, নিহত ২৪

0
267

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অভিযান চালাতে গিয়ে পাল্টা হামলায় একদিনে ২৪ জন ইসরাইলি সেনা নিহত হয়েছে। হামাসের সঙ্গে সংঘাত শুরুর পর এই প্রথম একদিনে এত সেনা হারালো ইসরাইল।
গাজা উপত্যকায় অভিযান চালাতে গিয়ে হামাসের পাল্টা হামলায় একদিনে ২৪ জন ইসরাইলি সেনা নিহত হয়েছে।

গাজা উপত্যকায় অভিযান চালাতে গিয়ে হামাসের পাল্টা হামলায় একদিনে ২৪ জন ইসরাইলি সেনা নিহত হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম আল জাজিরা। যদিও ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র ২১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র রেয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি সাংবাদিকদের বলেন, বিস্ফোরণে ২১ জন সেনা নিহত হয়েছেন। ফিলিস্তিনি ‘সন্ত্রাসীরা’ একটি ট্যাংকে রকেট চালিত গ্রেনেড নিক্ষেপ করে এবং একই সময়ে দুটি ভবনে বিস্ফোরণ ঘটে। সেখানে ইসরাইলি সেনারা সেগুলো ধ্বংস করার জন্য বিস্ফোরক স্থাপন করছিল। বিস্ফোরণের জেরে ভবনগুলো সেনাদের ওপর ধসে পড়ে।

তিনি আরও বলেন, ‘আমরা এখনও ঘটনার বিস্তারিত এবং বিস্ফোরণের কারণ বোঝার চেষ্টা করছি ও তদন্ত করছি।’
এর আগে এক প্রতিবেদনে টাইমস অব ইসরাইল জানিয়েছে, হামাসের হাতে বন্দি ১৩৬ জিম্মির মুক্তির বিনিময়ে দুই মাসের জন্য গাজায় যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিয়েছে ইসরাইল। কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের মাধ্যমে বিবেচনার জন্য এই প্রস্তাব ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

গেল বছরের ৭ অক্টোবর থেকে হামাসের হামলার প্রতিবাদে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরাইল। এতে এখন পর্যন্ত ২৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। আর আহত হয়েছেন ৬৩ হাজারেরও বেশি মানুষ।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here