বিপিএল: ঢাকা পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে খুলনা

0
284

গত ১৯ জানুয়ারি পর্দা উঠেছে বিপিএলের দশম আসরের। এরই মধ্যে ঢাকা পর্বের খেলা শেষ হয়েছে। মাঝে দুইদিন বিরতি দিয়ে শুরু হবে সিলেট পর্ব। তার আগে একবার দেখে নেয়া যাক পয়েন্ট টেবিলে কার কি অবস্থান।

ঢাকা পর্বে মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যার মধ্যে বরিশাল ও চট্টগ্রাম বাদে বাকি পাঁচ দল খেলেছে দুইটি করে ম্যাচ। বরিশাল ও চট্টগ্রাম খেলেছে তিনটি ম্যাচ। ৮ ম্যাচ শেষে টেবিলে সবার ওপরে আছে খুলনা টাইগার্স। দুই ম্যাচ খেলে দুইটিতেই জয় পেয়েছে এনামুল হক বিজয়ের দল।

এরপর দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ৩ ম্যাচ খেলে দুই জয় ও এক হারে টেবিলের দুইয়ে অবস্থান করছে শুভাগত হোমের দল। তিন ও চারে রয়েছে যথাক্রমে রংপুর ও ঢাকা। দুই দলই একটি জয় ও একটি ম্যাচে হেরেছে। তবে নেট রানরেটে ঢাকা থেকে এগিয়ে রয়েছে রংপুর।

বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুই ম্যাচে তারাও একটি জয়ের পাশাপাশি একটি ম্যাচের হেরেছে। আর রানরেটে পিছিয়ে থাকায় তারা অবস্থান করছে পাঁচ নম্বরে। ফরচুন বরিশাল রয়েছে ছয় নম্বর স্থানে। আর টেবিলের তলানিতে রয়েছে মাশরাফীর সিলেট স্ট্রাইকার্স। দুই ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি সিলেট।

বিপিএলের পয়েন্ট টেবিল

খুলনা টাইগার্স ২ ২ ০ ৪ ০.৮৩
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৩ ২ ১ ৪ ০.`২৫
রংপুর রাইডার্স ২ ১ ১ ২ ০.১৬
দুর্দান্ত ঢাকা ২ ১ ১ ২ -০.১৪
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২ ১ ১ ২ -০.১৪
ফরচুন বরিশাল ৩ ১ ২ ২ -০.১৫
সিলেট স্ট্রাইকার্স ২ ০ ২ ০ -০.৮৫

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here