ডেঙ্গু প্রতিরোধে স্যালাইনের অভাব হবে না: স্বাস্থ্যমন্ত্রী

0
174

চলতি বছর ডেঙ্গু প্রতিরোধে স্যালাইনের কোনো অভাব হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

শনিবার (১৩ এপ্রিল) সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান মন্ত্রী।

তিনি বলেন, এবার ডেঙ্গু প্রতিরোধে সরকার জোরালো ভূমিকা নিয়েছে। ইতোমধ্যে মন্ত্রণালয়ের মিটিং করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ চলছে।

ডেঙ্গু আক্রান্ত হলে চিকিৎসা নেয়া জরুরি জানিয়ে তিনি বলে, চিকিৎসা সামগ্রী ও ওষুধের ঘাটতি যেন না থাকে তা নিয়ে আরও কাজ করতে হবে।

ডেঙ্গু প্রতিরোধে এবার স্যালাইনের কোনো অভাব হবে না জানিয়ে মন্ত্রী আরও বলেন, কেউ যাতে বিনা চিকিৎসায় মারা না যায় সেদিকে খেয়াল রাখবে স্বাস্থ্য অধিদফতর।

এসময় কুর্মিটোলা জেনারেল হাসপাতাল জনবল সংকটে ভুগছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘কুর্মিটোলা জেনারেল হাসপাতালে জনবল সংকটের সমস্যা অতি দ্রুত সমাধানের জন্য কাজ করা হবে। এতে ঢাকা মেডিকেলসহ অন্যান্য হাসপাতালের চাপ কমবে।’

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here