বাংলাদেশ ম্যাচে বেরসিক বৃষ্টির বাগড়া

0
157

আবহাওয়ার পূর্বাভাসে ম্যাচ চলাকালীন বৃষ্টি হওয়ার কথা না থাকলেও বেরসিক বৃষ্টি বগড়া দিয়েছে ম্যাচে। যার ফলে নির্ধারিত সময়ে টস করা সম্ভব হয়নি। অথচ এই ম্যাচটি বাংলাদেশ ও নেদারল্যান্ডসের জন্য মহাগুরুত্বপূর্ণ। যে দল ম্যাচটিতে জয় পাবে তারাই একধাপ এগিয়ে যাবে সুপার এইটের পথে। বৃহস্পতিবার (১৩ জুন) সেন্ট ভিনসেন্টের আর্নস ভ্যাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল রাত সাড়ে ৮টায়।

আবহাওয়ার পূর্বাভাসবিষয়ক সাইট ‘অ্যাকুওয়েদার’ বলছে, আর্নোস ভ্যালে গ্রাউন্ডে সকাল ১০–১১টার মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেটি বেশিক্ষণ স্থায়ী হবে না। এরপর সারাদিন জুড়ে আকাশ থাকতে পারে মেঘাচ্ছন্ন। ঘণ্টায় ৩৩ কিলোমিটার বেগে বাতাস এবং মেঘ থাকবে ৫২ শতাংশ। ফলে এই কন্ডিশন থেকে পেসাররা কিছুটা সহায়তা পেতে পারেন।

তামিম-সাকিবদের হাতছানি দিয়ে ডাকছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচের জয় পাওয়ায় সেই সম্ভাবনা উজ্জ্বল হয়। তবে দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যাওয়ায় অপেক্ষা বাড়ে টাইগারদের সামনে। ম্যাচটিতে জয় পেলে অনেকটাই নিশ্চিত হয়ে যেত সুপার এইট। অবশ্য এখনো সুযোগ রয়েছে টাইগারদের সামনে। আজকের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ ডাচদের বিপক্ষে জয় পেলে প্রসারিত হবে সুপার এইটে খেলার পথ।

ম্যাচটি বাংলাদেশের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি নেদারল্যান্ডসের জন্যও। কিন্তু অচেনা মাঠ। দু’দলের জন্যই সমান। দশ বছর ধরে ক্রিকেট নির্বাসনে থাকা আর্নস্ট ভ্যাল ক্রিকেট স্টেডিয়ামের প্রত্যাবর্তন এই ম্যাচ দিয়েই। নয় বিশ্বকাপ ভেন্যুর মধ্যে সবার শেষে যাত্রা শুরু হচ্ছে সেন্ট ভিনসেন্টের। পেছনে ফিরে তাকালে সুখস্মৃতি খুঁজে পেতেই পারে বাংলাদেশ।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here