গতকাল সকালেও ভিনিসিউস জুনিয়রকেই ব্যালন ডি’অরের সম্ভাব্য বিজয়ী বলে মনে করা হচ্ছিল। রিয়াল মাদ্রিদও দল বেঁধে পুরস্কার গ্রহণ করতে ফ্রান্সের টিকিট বুক করেছিল। কিন্তু হঠাৎ করে বাতাস উল্টোদিকে প্রবাহিত হতে থাকে। গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, ভিনি নয় বরং ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির হাতে উঠতে যাচ্ছে ব্যালন ডি’অর। বিষয়টি নিশ্চিত হয়ে প্যারিসের থিয়েটার দু শাতলতে অনুষ্ঠান শুরুর আগেই বয়কটের ঘোষণা দেয় রিয়াল মাদ্রিদ।
২০২২ সালে করিম বেনজেমার পর ফের রিয়াল মাদ্রিদের কোচ খেলোয়াড়ের হাতেই ব্যালন ডি’অর দেখছিল বিশ্ব। ভিনিসিউস জুনিয়র গত মৌসুমে রিয়ালের হয়ে যা করেছেন তাতে তাকে পেছনে ফেলার মতো যে কেউ নেই, তা প্রায় সকলেই বিশ্বাস করেন। তবে ব্রাজিলের জার্সিতে কোপা আমেরিকায় ব্যর্থ হয়েছেন তিনি। তার দলও বিদায় নেয় কোয়ার্টার ফাইনাল থেকে।
অন্যদিকে ভিনিকে হারিয়ে ব্যালন জেতা রদ্রি গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের কাছে শেষ ষোলোয় হেরে বিদায় নিলেও জিতেছেন প্রিমিয়ার লিগের শিরোপা। তবে বড় দান মেরেছেন স্পেনের জার্সিতে ইউরো জিতে। সেই টুর্নামেন্টে আবার সেরা খেলোয়াড়ের পুরস্কারও তার হাতেই উঠেছে। তারপরও রিয়ালের তারকা ভিনিসিউসই ব্যালন ডি’অরের মঞ্চে পরিষ্কার ফেবারিটই ছিলেন।
ভিনিসিউসের ব্যালন ডি’অর না জেতাটা মানতে পারছেন না তার রিয়াল মাদ্রিদ সতীর্থরা। বর্তমান সতীর্থদের মধ্যে দানি কার্ভাহাল, ফেদে ভালভার্দে, আর্দা গুলাররা যেমন তার পাশে দাঁড়িয়েছেন, তেমনই করিম বেনজেমা,-টোনি ক্রুসের মতো সাবেক সতীর্থরাও ভিনির পক্ষে অবস্থান নিয়েছেন। রিয়ালের কোচ কার্লো আনচলত্তি সেরা কোচের পুরস্কার জিতে স্মরণ করেছেন তার দুই শিষ্য ভিনিসিউস ও দানি কার্ভাহালকে।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে ভিনিসিউসের সঙ্গে ছবি শেয়ার করে ঔরেলিয়ে চৌয়ামেনি লিখেছেন, ‘তারা এখনও প্রস্তুত নয় আমার ভাই। ভালোবাসা তোমার জন্য।’ সেরা গোলরক্ষকের লড়াইয়ে পঞ্চম হওয়া রিয়ালের ইউক্রেনিয়ান গোলরক্ষক আন্দ্রে লুনিনও স্টোরিতে ব্রাজিলিয়ান তারকার সঙ্গে ছবি শেয়ার করে তাকে সেরার স্বীকৃতি দিয়েছেন।
রিয়াল ও ব্রাজিল জাতীয় দলে ভিনিসিউসের সতীর্থ এদার মিলিতাও ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, ‘তুমিই সেরা এবং এটা তোমার থেকে কেউই কেড়ে নিতে পারবে না। দ্য বেস্ট!’ রিয়ালের তরুণ তুর্কি আর্দা গুলারও দাঁড়িয়েছেন ভিনিসিউসের পাশে।
এদিকে ফেদে ভালভার্দে লিখেছেন, ‘এমন কোনো পুরস্কারই নেই যা স্বীকৃতি দিতে পারে যে, তুমি কতটা ভালো। এবং আমি শুধু তোমার খেলোয়াড়ি মান নিয়েই বলছি না, মাঠের বাইরের মানুষ হিসেবেও। তোমাকে ভালোবসি আমার ভাই।’
তবে সবাইকে ছাড়িয়ে গেছেন এদুয়ার্দো কামাভিঙ্গা। এই ফরাসি মিডফিল্ডারের মতে রাজনীতির শিকার হয়েছেন ভিনিসিউস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মাদ্রিদের এই মিডফিল্ডার ‘ভাই আমার, তুমি বিশ্বের সেরা খেলোয়াড় এবং কোনো পুরস্কারই অন্য কিছু বলতে পারে না। ভাই, তোমাকে ভালোবাসি।’ এই লেখার ওপরে কামাভিঙ্গা ‘ফুটবল রাজনীতি’ লিখে তার পাশে ক্রস চিহ্ন দিয়েছেন।
ভিনির পাশে দাঁড়িয়েছেন গত মৌসুম শেষে ফুটবলকে বিদায় বলা টনি ক্রুসও। এই জার্মান ভিনির সঙ্গে ছবি শেয়ার করে লিখেছেন, ‘দ্য বেস্ট।’ আর বর্তমানে সৌদি লিগের দল আল ইত্তিহাদে খেলা বেনজেমা ইনস্টাগ্রাম স্টোরিতে ভিনির সঙ্গে ছবি দিয়ে লিখেছেন, ‘তড়প ফোর্ট।’ যার মানে শক্ত থাকো।
অনুষ্ঠান বয়কট করলেও সেরা ক্লাবের স্বীকৃতির পাশাপাশি মৌসুমের সেরা কোচের পুরস্কার রিয়ালের ঘরেই এসেছে। সেরা কোচের পুরস্কার জেতার পর কার্লো আনচেলত্তিও ভিনিসিউসের পাশে দাঁড়িয়েছেন। তিনি প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘আমি আমার পরিবারকে, আমার প্রেসিডেন্টকে, ক্লাবকে, প্লেয়ারদের এবং বিশেষ করে ভিনি এবং কার্ভাহালকে ধন্যবাদ জানাতে চাই।’