হারের পর দুঃসংবাদও পেল বাংলাদেশ

0
229

ওয়ানডে বিশ্বমঞ্চে দুর্দান্ত শুরু করে বড় কিছুর ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। আফগানিস্তানকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারানোর পাশাপাশি নেট রানরেটও বাড়িয়ে নিয়েছিল লাল-সবুজেরা। তবে ইংল্যান্ডের সঙ্গে ১৩৭ রানের ব্যবধানে হেরে বড় কিছুর স্বপ্নে ধাক্কা খেয়েছে টাইগাররা।

ইংলিশদের সঙ্গে ন্যূনতম লড়াইও দেখাতে পারেনি সাকিব বাহিনী। ইংলিশদের ৩৬৪ রানের জবাবে ২২৭ রানে থেমেছে টাইগাররা। তাই বড় পরাজয়ে পয়েন্ট টেবিলেও ব্যাপক অবনতি হয়েছে চণ্ডিকা হাথুরুসিংহের শিষ্যদের।

এই পরাজয়ে পয়েন্ট টেবিলের ছয়ে নেমেছে লাল-সবুজেরা। দুই ম্যাচে এক জয় ও এক হারে সাকিবদের পয়েন্ট ২ একই সঙ্গে নেট রানরেট নেমেছে ০ দশমিক ৬৫৩-এ। একটি করে ম্যাচ জেতা দলগুলোর মধ্যে সবার নিচে সাকিব বাহিনী।

দুই ম্যাচে দুই জয়ে পয়েন্ট টেবিলে রাজত্ব করছে নিউজিল্যান্ড। সমান ম্যাচে সমান জয়ে টেবিলের দুইয়ে পাকিস্তান। কিউইদের ১ দশমিক ৯৫৮ এর বিপরীতে দ্য গ্রিন ম্যানদের নেট রানরেট ০ দশমিক ৯২৭।

অন্যদিকে এক ম্যাচে এক জয়ে তিনে দক্ষিণ আফ্রিকা। এরপরই আছে ভারত ও ইংল্যান্ড। এখনও কোনো জয় না পাওয়া অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেদারল্যান্ডস যথাক্রমে তালিকার তলানিতে।

Facebook Comments Box
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here