সুবর্ণচরে বজ্রপাতে এক নারী ও গরু নিহত

0
375

আব্দুল বারী বাবলু।।

নোয়াখালীর সুবর্ণচরে বাড়ির পাশ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে সবিতা রানী দাস নামে এক নারী নিহত হয়েছে। এ সময় তার গরুটিও মারা যায়।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার ২নং চরবাটা ইউনিয়নে শিবচরণ এলাকায় এদুর্ঘটনা ঘটে।

নিহত সবিতা রানী দাস(৩৫) চরবাটা ইউনিয়নের পশ্চিম চরবাটা গ্রামের পবিত্র কুমার দাস এর স্ত্রী।

জানা যায়, আজ সকালে ১১টার হঠাৎ করে বজ্রপাতসহ ভারী বর্ষন শুরু হলে সবিতা রানী দাস তার বাড়ির পাশে থাকা গরু আনতে যায়। গরু নিয়ে বাড়ির কাছাকাছি এলে সে বজ্রপাতের শিকার হয়। এসময় তার সাথে থাকা গরুটিও মারা যায়।

এ ঘটনায় ২নং চরবাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বজ্রপাতে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারকে লাশ সৎকার করার জন্য সহযোগিতা করা হবে।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here