অবশেষে ভারতের ভিসা পেল পাকিস্তান

0
315

অবশেষে ভারতের ভিসা পেয়েছে পাকিস্তান ক্রিকেট দল।

সোমবার (২৫ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।

ভিসা অনুমোদন পাওয়ায় এখন বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য ভারতে ভ্রমণ করতে পারবে বাবর আজমরা। যদিও বৈশ্বিক এই আসরের জন্য শেষ দল হিসেবে ভিসা পেয়েছে পাকিস্তান।

ক্রিকবাজ জানিয়েছে, পাকিস্তান দলের ভারতের ভিসা পাওয়ার বিষয়টি আইসিসির একটি সূত্র তাদের নিশ্চিত করেছে। তবে ওই সূত্র ভিসা পেতে দেরি হওয়াকে স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া হিসেবেই উল্লেখ করেছে।

এদিকে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে অংশ নিতে আগামী বুধবার ভারতের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা দ্য গ্রিন ম্যানদের।

বিশ্বমঞ্চের মূল লড়াইয়ের আগে আগামী শুক্রবার (২৯ সেপ্টেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে পাকিস্তান। তিন দিন পর আরেকটি প্রস্তুতি ম্যাচে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচ বাবরদের। আগামী ৬ অক্টোবর হায়দরাবাদে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here