কুশালের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ার পথে শ্রীলংকা

0
373

ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের অষ্টম ম্যাচে মুখোমুখি পাকিস্তান-শ্রীলংকা। ভারতের হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করছে শ্রীলংকা।

আগে ব্যাটিংয়ে নেমে ৫ রানে প্রথম উইকেট হারায় শ্রীলংকা। এরপর কুশাল মেন্ডিসকে সঙ্গে নিয়ে ১০২ রানের জুটি গড়ে ফেরেন ওপেনার পাথুম নিশানকা। তিনি ৬১ বলে ৭টি চার আর এক ছক্কায় ৫১ রান করে ফেরেন।

১০৭ রানে ২ ওপেনারের বিদায়ের পর তৃতীয় উইকেটে সাদিরা সামারাবিক্রমার সঙ্গে ১১২ রানের জুটি গড়েন কুশাল মেন্ডিস। এই জুটিতেই তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি।

২১৮ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে মাত্র ৭৭ বলে ১৪টি চার আর ৬টি ছক্কার সাহায্যে ১২২ রানের বিধ্বংসী ইনিংস খেলে ফেরেন কুশাল মেন্ডিস।

এরিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ৩১ ওভারের খেলা শেষে ৪ উইকেটে ২৩০ রান।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here