চরজুবলী ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

0
498

খালিদ হাসান।।

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৫নং চরজুবলী ইউনিয়ন আওয়ামী লীগ কর্তিক আয়োজিত বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে জুবলি ইউনিয়নের শহীদ জয়নাল আবদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে উক্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগ আহবায়ক ও সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহীন, সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সানাউল্লাহ বি কম,সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ চৌধুরী। সুবর্নচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী বাহার উদ্দিন খেলোন, ২নং চর বাটা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মুজাম্মেল হোসেন, চর ওয়াবদা ইউনিয়নের চেয়ারম্যান মান্নান ভূঁইয়া, ৫ নং চর জুবিলী ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, জেলা উপজেল, ইউনিয়ন, ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এ সময় জুবলি ইউনিয়ন অধীনস্থ সকল ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকেরা বক্তব্যে আওয়ামী লীগের বিভিন্ন বিষয় তুলে ধরেন ।

সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে ও শক্তি বৃদ্ধিতে দলের সব নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান খায়রুল আনাম চৌধুরী সেলিম।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here