জমকালো আয়োজনে সুবর্ণচরে ভূমিহীন সম্মেলন অনুষ্ঠিত

0
40

“দুনিয়ার মমজদুর, এক হও” স্লোগানে সুবর্ণচর উপজেলার চর জুবিলী ইউনিয়ন ভূমিহীন সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

চরজুবিলী ইউনিয়ন ভূমিহীন সমিতির আয়োজনে এবং নিজেরা করি সংগঠনের সার্বিক সহযোগিতায় ২৩ নভেম্বর (শনিবাবার) বেলা বিকেল ৩ টায় দক্ষিন চরবাগ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আবুল কালাম মাষ্টার এর সঞ্চালনায় ও সুবর্ণচর উপজেলার ভুমিহীন সমিতির সভাপতি ভুমিহীন নেতা মোঃ মোস্তফা কারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নিজেরা করি চট্রগ্রাম বিভাগীয় অঞ্চল সম্নয়ক পরিতোষ দেবনাথ, নিজেরা করি কর্মসূচি সংগঠক আফরুজা বেগম , বিশিষ্ট সমাজ সেবক মোঃ সোহাগ, পাংখার বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার হোসেন বাবুল, ভুমিহীন নেতা দেলোয়ার, জসিম উদ্দিন, মাসুদ, শফিক উল্লাহ, কিশোরী মরিয়ম, কিশোর তন্ময়, চরজুবলি ইউ পি সদস্য অজি উল্লাহ, মায়া বেগমসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

উক্ত ভূমিহীন সম্মেলনে মোস্তফা কারীকে সভাপতি এবং মাষ্টার আবুল কালামকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়।

বক্তারা বলেন, অনুপস্থিত বন্ধোবস্ত বাতিল, খাস জমি ভূমিহীনদেও মধ্যে বন্ধোবস্ত দেয়া, নারী নির্যাতন বন্ধ করতে হবে, নদী ভাঙ্গন রোধসহ ভূমিহীনদের স্থায়ী বসতি, স্বাস্থ্য, শিক্ষা ও সাংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে হলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে এবং তারা স্থানীয় প্রশাসনকে আরো আন্তরিক ও অগ্রনী ভুমিকা রেখে কাজ করার আহবান জানান। পরে ভুমিহীন সাংস্কৃতিক দলের অংশ গ্রহনে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সমাপ্তি হয়।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here