জেলা পরিষদ নির্বাচনে প্রচার প্রচারনায় ব্যস্ত প্রার্থীরা

0
407

খালিদ হাসান।।

নোয়াখালী জেলা পরিষদ নির্বাচন সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন সুবর্ণচর (৮ নং ওয়ার্ড) থেকে সাধারণ সদস্য ও সংরক্ষিত (মহিলা) আসনের সদস্য পদপ্রার্থীরা। তারা নিজেদের সমর্থন আদায়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ও উপজেলা থেকে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরে সমর্থন আদায়ে চেষ্টার করছেন।

আগামী ১৭ অক্টোবর নোয়াখালী জেলা পরিষদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। এ নিয়ে সুবর্ণচরের ভোটরদের ধারে ধারে ঘুরতেছে প্রর্থীরা।

সুবর্ণবার্তা কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সদস্য প্রার্থী তাজউদ্দীন বাবর বলেন আমি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামিলীগ’ করার সুবাদে জনপ্রতিনিধিদের নিয়ে কাজ করেছি, তাদের সমর্থন ও ভালোবাসা সব সময় আমার পক্ষে ছিল। এবার জেলা পরিষদে তাদের প্রতিনিধিত্ব করার জন্য সুবর্ণচরের (৮ নং ওয়ার্ড) ভোটাররাই আমাকে সদস্য পদপ্রার্থী করিয়েছেন।

এদিকে জেলা পরিষদ নির্বাচনে আরেক প্রার্থী আতিক উল্যাহ সুজন বলেন, আমি জয়ের ব্যপারে পুরোপুরি আশাবাদী।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here