ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে সচেতনতামূলক গণসংযোগ করলেন নোয়াখালী জেলা শুভসংঘ

0
42

ডেঙ্গু প্রতিরোধে নোয়াখালী জেলা বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের সঙ্গে এক সচেতনামূলক গণসংযোগ করা হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই আয়োজন করা হয় ।

এসময় শিক্ষার্থীদের সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় । আয়োজন শেষে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট ও স্টিকার প্রদান করা হয়।

শুভসংঘের নোয়াখালী জেলা সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সোহেলের সঞ্চালনায় এবং শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন সরকার, বিশেষ অতিথি ছিলেন,বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবুর শিমুল চন্দ্র দাসও সুবর্ণচর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা প্রযুক্তিবিদ ডাক্তার ইয়াছিন আরাফাত।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ২ শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।

এতে আরো উপস্থিত ছিলেন, শুভ সংঘের উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিদিন, নিউজ ২৪ নোয়াখালী জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, শিক্ষক হুমায়ুন কবির, সাংবাদিক লিটন চন্দ্র দাস, সোহেল বাদশা, ইমাম উদ্দিন সুমন, আব্দু্ল বারী বাবলু, হানিফ মাহমুদ, আরিফুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ।

বক্তারা ডেঙ্গু প্রতিরোধে সবাইকে স্কুল ও বাড়ীর আঙ্গিনা পরিস্কার, ডেঙ্গু আক্রান্ত রোগীরকে সেবা, ডেঙ্গু থেকে বাঁচার উপায়, চিকিৎসাসহ নানা বিষয়ে আলোচনা করেন পরে শিক্ষার্থীরাও তাদের মতামত প্রকাশ করেন।

প্রধান অতিথি মোহাম্মদ আল আমিন সরকার বলেন, ডেঙ্গু থেকে বাঁচতে সচেতনতায় যতেষ্ঠ, সবাই নিজ নিজ আঙ্গিনা পরিস্কার রাখতে হবে। আতংকিত না হয়ে ডাক্তারের কাছে যেতে হবে এবং নিয়মিত ঔষধ সেবনে এ রোগ থেকে মুক্তি পাওয়া যায়।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here