নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে নিহত ২

0
154

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলোতে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৭ এপ্রিল) রাতে পুলিশ দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে, বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, নিহত দুইজনই বাংলাদেশি নাগরিক।

স্থানীয় সংবাদমাধ্যম দ্য বাফেলো নিউজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, হান্ড্রেট জেনার স্ট্রিটে শনিবার দুপুর সাড়ে ১২টায় দুই ব্যক্তিকে গুলি করা হয়। এর পরপরই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশের সোয়াত ইউনিট। পরে তারা দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। তবে এ ঘটনায় ভুক্তভোগী ও অপরাধীর বিষয়ে কিছুই জানায়নি পুলিশ।

দুটি এএমআর অ্যাম্বুলেন্সসহ এক ডজনেরও বেশি জরুরি যান ঘটনাস্থলের কাছে দেখা গেছে। পুলিশ জেনার স্ট্রিট থেকে ইস্ট ফেরি স্ট্রিট পর্যন্ত ঘিরে রেখেছে। ইস্ট ফেরি স্ট্রিটে পুলিশ টেপের ঠিক পিছনে অন্তত ৩০ জন বাসিন্দা জড়ো হয়েছেন। সেই সঙ্গে বিকেল ৩টার পর থেকে একটি হেলিকপ্টার ঘটনাস্থলের ওপর দিয়ে চক্কর দিতে দেখা গেছে।

এ ঘটনার পর এক প্রতিক্রিয়ায় সহিংসতারোধে গঠিত জোট স্টপ দ্য ভায়োলেন্স কোয়ালিশনের নির্বাহী পরিচালক মারে হলম্যান বলেছেন, ‘আদতে বাফেলো খুবই শান্ত শহর।… যখন এরকম কিছু ঘটে তখন এটি দুঃখজনক’।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here