প্রার্থিতা ফিরে পেতে ও বাতিলে ইসিতে ৫৬১ আপিল

0
298

প্রার্থিতা বাতিল ও বৈধ প্রার্থীর বিরুদ্ধে আজ শেষ দিন পর্যন্ত মোট ৫৬১ আপিল পড়েছে। আগামীকাল রোববার থেকে পর্যায়ক্রমে এসব আপিলের শুনানি ও সিদ্ধান্ত দেওয়া হবে।

শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

ভারী যানবাহনের অধিকাংশ চালক শারীরিক ও মানসিকভাবে অসুস্থ’
এ সময় আগামীকাল বিএনপির মানববন্ধন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এটি আইনশৃঙ্খলা বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। কমিশন মনে করলে পরামর্শ দেবে।

তপশিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হয় ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। এরপর ৭ জানুয়ারি হবে ভোটগ্রহণ।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here