বাজারে আসছে পাটের চা

0
130

শিগগিরই বাংলাদেশের বাজারে পাটের চা পাওয়া যাবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

বুধবার (৩ জুলাই) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

পাটমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ছিল, পাটের পাতা দিয়ে ‘চা’ কেন উৎপাদন হবে না। তিনি ‘পাটের চা’ উৎপাদন করতে বলেছেন। আমি আপনাদের শুভ সংবাদ দিতে চাই, আমরা এরইমধ্যে ‘রোজেলা টি’ ও ‘পাট পাতার চা’ নামে দুটি চা বাজারে আনার প্রক্রিয়ায় আছি।

পাটের চা শিগগিরই বাজারজাত করা হবে জানিয়ে মন্ত্রী আরও বলেন, মানুষের অন্যতম শত্রু পলিথিন বন্ধ করতে বিকল্প ব্যাগ হিসেবে পাটের ‘সোনালি ব্যাগ’ আবিষ্কার করা হয়েছে। এই ব্যাগ দ্রুততম সময়ের মধ্যে বাজারে এনে বাণিজ্যিক পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।

তথ্য বলছে, বাংলাদেশে ২০১৬ সালে পাট পাতা থেকে চা উৎপাদনে সাফল্য লাভের প্রথম দাবি করে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট। এরপর ঢাকায় গুয়ার্ছি অ্যাকুয়া অ্যাগ্রো টেক নামক একটি প্রতিষ্ঠান পাটের পাতা দিয়ে তৈরি চা ‘অর্গানিক’ ট্যাগ লাগিয়ে জার্মানিতে রফতানি শুরু করে। তবে এখনও বাণিজ্যিকভাবে বাংলাদেশের বাজারে পাটের চা পাতা দেখা যায়নি।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here