মাদ্রাসার অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগে সময় বেঁধে দিল অধিদপ্তর

0
376

তিন মাসের মধ্যে এমপিওভুক্ত মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। সম্প্রতি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে এ নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে।

আদেশে অধিদপ্তর বলছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিওভুক্ত কামিল, ফাজিল, আলিম ও দাখিল স্তরের অনেক মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহসুপার পদ শূন্য রয়েছে। প্রশাসনিক এসব গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন শূন্য থাকা সত্ত্বেও তা পূরণে কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না।

পদগুলো দীর্ঘদিন শূন্য থাকার ফলে শিক্ষার্থীদের পাঠদান ও মনিটরিং, আর্থিক ও প্রশাসনিক ব্যবস্থাপনাসহ সার্বিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। মাদ্রাসাগুলোর শিক্ষার সুষ্ঠু ও সুন্দর পরিবেশ এবং শিক্ষার গুণগতমান বজায় রাখতে শূন্যপদ দ্রুত পূরণ হওয়া অত্যাবশ্যক।

এ ছাড়া কিছু মাদ্রাসার এমপিওভুক্তির স্তর পরিবর্তন হলেও অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদ সমন্বয় করা হচ্ছে না। তাই যেসব মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপারের পদ শূন্য রয়েছে সেসব মাদ্রাসায় এমপিও নীতিমালা অনুযায়ী তিন মাসের মধ্যে শূন্য পদে নিয়োগের ব্যবস্থা গ্রহণ এবং এমপিওভুক্তির স্তর পরিবর্তন হওয়ার কারণে আলিম পর্যায়ের মাদ্রাসার অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদ সমন্বয় করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আদেশে আরও বলা হয়, এসব নির্দেশনা পালনে যেসব মাদ্রাসা ব্যর্থ হবে সেসব মাদ্রাসার অন্যান্য পদে নিয়োগে মহাপরিচালকের প্রতিনিধি মনোনয়ন, পদোন্নতি ও উচ্চতর গ্রেড দেওয়া হবে না। আর ভারপ্রাপ্ত প্রধানের এমপিও স্থগিতসহ সব ধরনের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম গ্রহণ করা হবে।

এ বিষয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখার উপপরিচালক মো. জাকির হোসাইন কালবেলাকে বলেন, দীর্ঘদিন যাবত কিছুসংখ্যক মাদ্রাসায় অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং সুপার ও সহসুপার পদ শূন্য রয়েছে। কিন্তু এসব শূন্যপদ পূরণে পরিচালনা কমিটি ও ভারপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রধানের কোনো আগ্রহ বা কার্যত কোনো পদক্ষেপ নেই। প্রতিষ্ঠান প্রধান ভারপ্রাপ্ত হওয়ার কারণে একদিকে মাদ্রাসায় কাঙ্ক্ষিত পড়াশোনা হচ্ছে না।

অন্যদিকে শিক্ষকদের মধ্যে ক্ষমতা নিয়ে বিভিন্ন গ্রুপিং দেখা যাচ্ছে। মূলত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও মাদ্রাসায় মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে এ মহৎ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অধিদপ্তরের এ নির্দেশনা প্রতিপালনে কারও গাফিলতির প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here