রোমাঞ্চকর ম্যাচে টাই করে ট্রফিতে ভাগ বসাল ভারত

0
368

ভারতের বিপক্ষে জিতলেই প্রথমবার সিরিজ জয়ের ইতিহাস গড়ার সুযোগ ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। কিন্তু তিন ম্যাচ সিরিজের শেষ খেলায় রোমাঞ্চ ছড়িয়ে টাই করে ভারত।

শনিবার মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ। প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করেন শামিমা সুলতানা ও ফারজানা হক পিংকি। উদ্বোধনী জুটিতেই তাড়া করেন ৯৩ রান।

৭৮ বল খেলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৫২ রান করে ফেরেন ওপেনার শামিম সুলতানা। এরপর অধিনায়ক নিগার সুলতানার সঙ্গে ফের ৭১ রানের জুটি গড়েন ওপেনার ফারাজানা।

দলীয় ১৬৪ রানে ৩৬ বলে এক চারে ২৪ রানে ফেরেন নিগার। চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ৪ বলে২ রানে ফেরেন রিতু মনি।

এরপর সোবহানা মোস্তারিকে সঙ্গে নিয়ে ফের ৫৬ রানের জুটি গড়েন নিগার সুলতানা। এই জুটিতেই ওয়ানডে ক্যারিয়ারের ৫৬তম ম্যাচে ১৬০ বলে মেইডেন সেঞ্চুরি হাঁকান ফারজানা হক পিংকি।

ইনিংস ওপেন করতে নেমে শেষ বলে আউট হওয়ার আগে ১০৭ রান করেন ফারজানা হক। তার সেঞ্চুরিতে ভর করে ৪ উইকেটে ২২৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ।

টার্গেট তাড়া করতে নেমে ৪৯.৩ ওভারে ২২৫ রানেই অলআউট হয় ভারত। বাংলাদেশের সমান ২২৫ রান করায় ম্যাচটি টাই হয়। টাই হলে সাধারণত ম্যাচ গড়ায় সুপার ওভারে।

কিন্তু ম্যাচে বৃষ্টির কারণে সময় নষ্ট হয়। যে কারণে ম্যাচের নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় সুপার ওভার হয়নি। তাই তিন ম্যাচের সিরিজে ১-১ ড্র করে ট্রফি ভাগাভাগি করে নেয় বাংলাদেশ-ভারত।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here