সুবর্ণচরে আঞ্চলিক সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

0
431

ইব্রাহিম খলিল শিমুলঃ নোয়াখালীর সুবর্ণচরে আঞ্চলিক কেন্দ্র “বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট” এর “সুগারক্রপ চাষাবাদের আধুনিক প্রযুক্তি ও কলাকৌশল” শীর্ষক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুন) সকালে উপজেলার (আরএসআরএস) এর সভাকক্ষে স্থানীয় কৃষকদেরকে নিয়ে দিনব্যাপী এ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় পাবনা ঈশ্বরদীর বিএসআরআই এর কৃষি অর্থনীতি বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউট এর পাবনা ঈশ্বরদীর মহাপরিচালক ড. মো. আমজাদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা কৃষি অফিসার মো. হারুন অর রশিদ।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী সুবর্ণচর অঞ্চলের আরএসআরএস এর বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আসাদুজ্জামান রাসেল।

অনুষ্ঠানে প্রশিক্ষকরা বিভিন্ন সুগারক্রপের মধ্যে আখ, তাল, খেজুর, গোলপাতা, স্টিভিয়া ইত্যাদি চাষবাদের গুরুত্ব সম্পর্কে কৃষকের অবহিত করেন। পাশাপাশি আখের সাথে সাথী ফসল চাষের মাধ্যমে কৃষকরা কিভাবে আর্থিকভাবে লাভবান হতে পারে সে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা হয়।

এছাড়াও সার, রোগবালাই এবং পোকামাকড় দমণ ব্যবস্থাপনা সংক্রান্ত সম্যক ধারণাও এই প্রশিক্ষণ থেকে প্রদান করা হয়েছে।

Facebook Comments Box
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here