সুবর্ণ ঈদ প্রীতি ফুটবলট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

0
225

সুবর্ণ তারকাদের নিয়ে চলছে “সুবর্ণ গুনিজন ঈদ প্রীতি ফুটবলট টূর্ণামেন্ট ২০২৪”

সুবর্ণ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে চরবাটা (ভূঁইয়ার হাট) একরামুল করিম চৌধুরী আইডিয়াল স্কুল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।
পদ্মা বনাম মেঘনা দল। প্রফেসর ড. কামাল উদ্দিন সাহেবের মেঘনা একাদশ ৩ , অন্যদিকে হাড্ডাহাড্ডি লড়াই করে জজ সিরাজ শাহীন সাহেবের পদ্মা একাদশ ১ গোল করে পরাজয় নিয়ে মাঠ ছাড়ে।

পদ্মা দলে খেলছেন, প্রফেসর ড. কামাল উদ্দিন, মোজাম্মেল হোসেন চেয়ারম্যান, নুর মাওলা কোটিপতি, সেলিম মির্জা, তানভীর স্যার, কামাল চৌধুরী সফিকুল সাজু, নুর আলম, নুরুল হুদা নুর নবী স্যার, এডভোকেট সারোয়ার উদ্দিন দিদার, মোজাক্কের, চপল, রুবেল, সোহেল, রায়হান দিদার ইতালী, মাঈন উদ্দিন প্রমূখ।

মেঘনা দলের হয়ে লড়ছেন-
জজ শাহীন সিরাজ, আমিনুল ইসলাম রাজিব, হারুন অর রশিদ, হেদায়েত হোসেন, একে জিলানী, নজরুল ইসলাম, রনী স্যার, কামাল সিডি এসপি, কিরন ভাই প্রফেসর মিজান বিন মজিদ , আকবর হোসেন শাহনাজ মেম্বার, আহসান উল্যাহ, রাসেল মোহাম্মদ উল্যাহ, রহিম উল্যাহ, কেফায়েত উল্যাহ জাবেদ, শেখ সেন্টু।

রেফারীর দ্বায়িত্ব পালন করছেন, নুর উদ্দিন, আব্দুল্যাহ আল মামুন, সালাহ উদ্দিন।

ধারাভাষ্যে রয়েছেন : কাজল কালো
আয়োজনে:  সুবর্ণ স্পোটিং ক্লাব, চরবাটা, সুবর্ণচর।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here