কামাল চৌধুরী, সুবর্ণচর,নোয়াখালী: “সংগঠনই শক্তি সংগঠনই মুক্তি,দুনিয়ার মজদুর এক হও” এ স্লোগানকে বুকে ধারন করে সুবর্ণচরে চরজুবিলী ইউনিয়নের ভূমিহীনদের এক বিশাল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
চর জুবিলী ইউনিয়ন ভূমিহীন সমিতির আয়োজনে এবং নিজেরা করি সংস্থার সার্বিক সহযোগিতায় ২৩ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৪ টায় ১৯নং দক্ষিণ চর বাগ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এ বিশাল সম্মেলন অনুষ্ঠিত হয়।
চর জুবিলী ইউনিয়ন ভূমিহীন সমিতির সাধারন সম্পাদক আবুল কালাম মাষ্টারের সঞ্চালনায় সভাপতি মোস্তফা কারির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নিজেরা করি চট্রগ্রাম বিভাগীয় কমিটির প্রধান সম্নয়ক খায়রুল ইসলাম,বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভূমিহীন নেতা আবু কালাম সফি চৌধুরী, নিজেরা করি নোয়াখালী জেলা কো-অডিনেটর পরিতোষ দেবনাথ, পাংখার বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার হোসেন বাবুল, নিজেরা করি ভূমিহীন নেতা নুরুল হক, ছেরাজল হক খোকন, নুর মোহাম্মদ রাসেল, অজি উল্যাহ, জয়নাল আবেদিন, ভূমিহীন নেত্রী হাসিনা আক্তার, আফরোজা বেগম প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অনুপস্থিত বন্ধোবস্ত বাতিল, খাস জমি ভূমিহীনদের মধ্যে বন্ধোবস্ত দেয়া, নারী নির্যাতন বন্ধ করা, বাল্য বিবাহ পুরোপুরি বন্ধ করা, নদী ভাঙ্গন রোধসহ ভূমিহীনদের স্থায়ী বসতি, স্বাস্থ্য, শিক্ষা ও সাংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে হলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে এবং তারা স্থানীয় প্রশাসনকে আরো আন্তরিক ও অগ্রনী ভুমিকা রেখে কাজ করার আহবান জানান। পরে এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলন সমাপ্তি হয়।
উক্ত ভূমিহীন সম্মেলনে মোস্তফা ক্বারিকে সভাপতি ও মাষ্টার আবুল কালামকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়।