সুবর্ণচরে বার্ষিক পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

0
374

সুবর্ণবার্তা প্রতিবেদক।।

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন শিমু আক্তার ফাতেমা (১৫) নামে এক মাদরাসা শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার চরজব্বর ইউনিয়নের পশ্চিম চরজব্বর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিমু আক্তার ফাতেমা ওই বাড়ির মো. সজলের মেয়ে এবং স্থানীয় হাজী নূরুল হুদা তালিমুল কোরআন মাদরাসা ৮ম শ্রেণির ছাত্রী।

জানা যায়, শিমু আক্তার হাজী নূরুল হুদা তালিমুল কোরআন মাদরাসা থেকে ৮ম শ্রেণি থেকে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করে। কিন্তু পরীক্ষায় পাস করতে পারেনি। এই অভিমান থেকে সে আত্মহননের পথ বেছে নেয়। সে তার ওড়না দিয়ে ফাঁস দেয়। পরে পরিবারের সদস্যরা দেখতে পেয়ে দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মা অজিফা খাতুন বলেন, সে বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। বিষয়টি সে মেনে নিতে পারেনি। পরিবারের সবার অগোচরে রান্না ঘরে গিয়ে নিজের ওড়না নিয়ে গলার ফাঁস দেয়।

চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনার সাথে সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি চাওয়ায় থানা থেকে সে অনুমতি দেওয়া হয়েছে।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here