সৌদি আরব থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

0
266

‘ইসলামে নারী’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ ও ওমরাহ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকাল পৌনে ৮টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী প্লেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার রাত ১১টার দিকে জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দর থেকে দেশের পথে রওনা হন প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীরা।

এই সফরে গত ৫ নভেম্বর বিকালে মদিনায় পৌঁছান প্রধানমন্ত্রী। সেদিনই মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর রওজা জিয়ারত করেন তিনি।

প্রধানমন্ত্রী সেখানে আসরের নামাজের পর ফাতিহা পাঠ ও মোনাজাত করেন। একইদিন রাতে তিনি মদিনা থেকে মক্কায় পৌঁছান। এশার নামাজের পর মসজিদুল হারামে ওমরাহ পালন করেন।

৬ নভেম্বর ‘উইমেন ইন ইসলাম’ সম্মেলনে বক্তৃতা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সম্মেলনের ফাঁকে তিনি ওআইসি ও সদস্য দেশগুলোর শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।

সম্মেলনে যোগদানের পাশাপাশি তিনি উইমেন ইন ইসলাম প্রদর্শনীর উদ্বোধন করেন। এরপর তিনি তার সম্মানে আয়োজিত নৈশভোজেও অংশ নেন।

সৌদি আরব এবং অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) যৌথভাবে ৬ থেকে ৮ নভেম্বর এ সম্মেলনের আয়োজন করে।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here