স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়ে যা বললেন মাহি

0
263

অভিনয়ের পাশাপাশি অনেকদিন ধরেই রাজনীতিতে বেশ সক্রিয় থাকা ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী মাহিয়া মাহি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্রী প্রার্থী হিসেবে রাজশাহী-১ আসন থেকে মনোনয়নপত্র তুলেছেন। মনোনয়ন দাখিলের পর সোমবার রাতেই মাহি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেন নির্বাচন করছেন, তার যৌক্তিকতা তুলে ধরে একটি ভিডিও পোস্ট করেন।

ভিডিও বার্তায় মাহি জানান, আসন্ন নির্বাচনকে সবার কাছে গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর করে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন তিনি। মাহি জানান, রাজশাহী অঞ্চলের মানুষ বিশেষ করে তরুণ প্রজন্ম মাহিকে ফোন করে আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হলেও অংশ নিতে অনুরোধ করছেন। তাদের অনুপ্রেরণায় তিনি নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান মাহি।

মাহি তার ভিডিও বার্তায় বলেন, আমরা কম খাই, কম পরি, কিন্তু মানুষ সম্মান চায়। নির্বাচিত হলে প্রত্যেককে তার প্রাপ্ত সম্মান আমি দিব।

তিনি তার জয়ের ব্যাপারে আশাবাদ ব্যাক্ত করে বলেন, “যেহেতু নির্বাচন করছি, হারার জন্য তো করছি না। অবশ্যই জয়ী হতে সর্বোচ্চ চেষ্টা করবো। এই এলাকার মানুষের জন্য আমি অনেক কাজ করেছি। অনেক মানবিক কাজ যেমন করেছি, খেলাধুলার আয়োজন সহ অনেক কিছু করেছি। এখন আমার এলাকার মানুষের বিষয়, তারা যদি আমাকে চায়, তাহলে তো ভোট দিবেই।”

এরআগে, রাজশাহী-১ ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন । তবে দলটির মনোনয়ন পাওয়া ব্যক্তিদের চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি এই অভিনেত্রীর।

পরে সোমবার (২৭ নভেম্বর) দুপুরে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসন থেকে মাহি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র কিনেছেন বলে জানা গেছে। এদিন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বিল্লাল হোসেনের কার্যালয় থেকে মাহির পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন তার ভগ্নিপতি জামাল উদ্দিন।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here