৬ দিনে প্রবাসী আয় সাড়ে ৩ হাজার কোটি টাকা

0
268

চলতি মাসের (অক্টোবর) প্রথম ছয় দিনে প্রবাসীরা ৩২ কোটি ৫১ লাখ ৪০ হাজার মার্কিন ডলার পাঠিয়েছেন। প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সা ধরে যার পরিমাণ তিন হাজার ৫৬০ কোটি টাকা।

রোববার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে চার কোটি ৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার, বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৭ কোটি ৩২ লাখ মার্কিন ডলার, বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলো মাধ্যমে এসেছে ১১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার এবং রাষ্ট্র মালিকানাধীন দুই বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৯৮ লাখ ৭০ হাজার মার্কিন ডলার।

এর আগে, চলতি বছরের সেপ্টেম্বর মাসে প্রবাসীরা ১৩৪ কোটি ৩৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার পাঠিয়েছিল, গত ৪১ মাসের মধ্যে সর্বনিম্ন।

এ ছাড়া গত জুলাই মাসে রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার এবং আগস্টে এসেছে ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার ডলার।

উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবছরে প্রবাসী আয় এসেছে ২ হাজার ১৬১ কোটি ৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।প্রতি ডলার ১০৮ টাকা ৫০ পয়সা ধরে যার পরিমাণ ছিল ২ লাখ ৩৪ হাজার ৪৭৫ কোটি ৬৬ লাখ টাকা।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here