এদেশে কেউ ভূমিহীন গৃহহীন অতিদরিদ্র থাকবে না

0
230

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্বাচিত দুই মেয়র এবং পাঁচ জেলা পরিষদ চেয়ারম্যানকে জনগণের ভোটে নির্বাচিত হয়ে এখন জনগণের সেবার দিকে বিশেষভাবে নজর দিতে । তাহলে আর ভোট নিয়ে চিন্তা করতে হবে না বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র এবং পাঁচ জেলা পরিষদ চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠান তিনি বক্তব্য দেন।

শেখ হাসিনা বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, জনগণের প্রতি যথাযথভাবে দায়িত্ব পালন করুন। জনগণের সেবা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে ভোটের আর চিন্তা থাকবে না। মানুষ আপনাদের ওপর আস্থা রাখবে, বিশ্বাস রাখবে। এই কথাটা আপনারা মাথায় রাখবেন।’

পানি-বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা প্রতি ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। বিদ্যুৎ উৎপাদনে খরচ অনেক বেশি। সে কারণে পানি-বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হতে হবে। গ্রামের মানুষ শহরের সকল সুবিধা পাবে, সে লক্ষ্য রেখেই আমরা কাজ করছি। বাংলাদেশ আর কেউ ভূমিহীন-গৃহহীন, অতি দরিদ্র থাকবে না।’
প্রধানমন্ত্রী এ সময় চিকিৎসাসেবা নিয়েও কথা বলেন। জনপ্রতিনিধিদের স্বাস্থ্য কেন্দ্রগুলোতে নজর দেয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য জাতির পিতা প্রথমে ইউনিয়ন পর্যায়ে দশ শয্যার হাসপাতাল তৈরির ব্যবস্থা নিয়েছিলেন। তিনি সম্পন্ন করতে পারেননি।

‘আমি সরকারে আসার পর কমিউনিটি ক্লিনিক করলাম। স্থানীয় লোক সেখানে জমি দেয়। আমরা ভবনের ব্যবস্থা করি, চিকিৎসা সরঞ্জামের ব্যবস্থা করি, স্বাস্থ্যকর্মী প্রশিক্ষণ দিয়ে সেখানে নিয়োগ দেই। ৩০ ধরনের ওষুধ আমরা বিনামূল্যে দিচ্ছি। আপনারা জনপ্রতিনিধি হিসেবে এসব দিকে নজর দেবেন, যেন স্বাস্থ্য কেন্দ্রগুলো সঠিকভাবে চলে; মানুষ চিকিৎসা সেবা পাচ্ছে কি-না; মানুষের সেবা পাওয়াটাই বড় কথা।’

আওয়ামী লীগ সবসময় জনকল্যাণে কাজ করে। আওয়ামী লীগ সরকারে আসলেই মানুষ বুঝতে পারে, সরকার জনগণের সেবক। আর সে কারণে আজ উন্নয়নের সুফল পাচ্ছে মানুষ। মানুষের জীবনমান উন্নত করাই আমাদের লক্ষ্য বলে জানান শেখ হাসিনা।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here