খুলনায় দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন

0
300

খুলনায় দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মোংলা ইপিজেড এলাকার এম এ বারী সড়কে এ ঘটনা ঘটে। আগুনে বাসের বেশ কিছু আসন পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কাতার এয়ারওয়েজ নামে বাসটি সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।

খুলনা ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সাইদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। তবে কে বা কারা আগুন দিয়েছেন তা জানা যায়নি।

তবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে অবরোধ সমর্থকরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here