২০মিনিটে লেনদেন শতকোটি টাকা

0
248

সূচকের উত্থানে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) শুরুর প্রথম ২০ মিনিটে লেনদেন হয়েছে শতকোটি টাকার ওপরে। এ সময় প্রায় দুই শতাধিক কোম্পানির শেয়ারদর বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

অনুসন্ধানে দেখা যায়, শেয়ার ক্রয়ের চাপে লেনদেনের শুরুতেই সূচকের উত্থান হয়েছে। লেনদেনে শুরুর প্রথম ২০ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয়েছে ২২ পয়েন্ট। ডিএসইএক্স সূচক বেড়ে অবস্থান করেছে ছয় হাজার ৩০৫ পয়েন্টে। আর কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৯৮টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ১০৬ কোটি ৫৯ লাখ টাকা।

লেনদেন শীর্ষে ওঠে এসেছে বেস্ট হোল্ডিংয়ের শেয়ার। লেনদেন করেছে ১২ কোটি ২৯ লাখ টাকা। এছাড়া ফু-ওয়াং সিরামিকের সাত কোটি ৮৫ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের সাত কোটি ২৪ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের চার কোটি ১১ লাখ টাকা, সেন্ট্রাল ফার্মার তিন কোটি ৫৫ লাখ টাকা, আফতাব অটোর তিন কোটি ৪৬ লাখ টাকা, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের তিন কোটি এক লাখ টাকা, সিকাদার ইন্স্যুরেন্সের দুই কোটি ৩৪ লাখ টাকা, রবির দুই কোটি ১৮ লাখ টাকা এবং ওরিয়ন ফার্মার দুই কোটি পাঁচ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here