ভারতের মাটিতে পর্দা উঠেছে বৈশ্বিক ক্রিকেটের সবচেয়ে বড় আসর ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের। ইতিমধ্যেই চারটি দল মাঠে নেমে গেলেও বাংলাদেশের কোটি দর্শকের জন্য বিশ্বকাপ শুরু হচ্ছে আজ বেলা ১১টায়, প্রতিপক্ষ চিরচেনা আফগানিস্তান। প্রতিযোগিতার প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে আসরের শুভ সূচনা করতে চায় সাকিব আল হাসানের দল। সেই লক্ষ্যে আফগানদের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
শনিবার (৭ অক্টোবর) হিমাচল প্রদেশের নান্দনিক এইচপিসিএ স্টেডিয়ামে সকাল ১১টায় আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।
Facebook Comments Box