নানা নাটকীয়তার পর শেষ হয়েছে ইউরোর গ্রুপ পর্বের খেলা। গ্রুপ পর্বে ৪ পয়েন্ট নিয়েও বিদায় নিয়েছে ইউক্রেন। আবার ৩ পয়েন্ট নিয়েও শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে স্লোভেনিয়া। আগামী ২৯ জুন শুরু হবে শেষ ষোলোর লড়াই।
জার্মানি, স্পেন, পর্তুগাল, সুইজারল্যান্ড, ইতালি, অস্ট্রিয়া, ফ্রান্স, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, ডেনমার্ক, স্লোভেনিয়া, রোমানিয়া, বেলজিয়াম, স্লোভাকিয়া, তুরস্ক ও জর্জিয়া শেষ ষোল নিশ্চিত করেছে। আগামী ২৯ জুন শেষ ষোলোর প্রথম ম্যাচে মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও ইতালি। একই দিন স্বাগতিক জার্মানি মুখোমুখি হবে ডেনমার্কের।
ইউরোর কোয়ার্টার ফাইনাল হবে ৫ জুলাই, সেমিফাইনাল শুরু হবে ১০ জুলাই। ফাইনাল ১৫ জুলাই।
শেষ ষোলোর সূচি (বাংলাদেশ সময়)
২৯ জুন, সুইজারল্যান্ড বনাম ইতালি (রাত ১০টা)
২৯ জুন, জার্মানি বনাম ডেনমার্ক (রাত ১টা)
৩০ জুন, ইংল্যান্ড বনাম স্লোভাকিয়া (রাত ১০টা)
৩০ জুন, স্পেন বনাম জর্জিয়া (রাত ১টা)
১ জুলাই, ফ্রান্স বনাম বেলজিয়াম (রাত ১০টা)
১ জুলাই, পর্তুগাল বনাম স্লোভেনিয়া (রাত ১টা)
২ জুলাই, রোমানিয়া বনাম নেদারল্যান্ডস (রাত ১০টা)
২ জুলাই, অস্ট্রিয়া বনাম তুরস্ক (রাত ১টা)