সুবর্ণচরে বিনাধান-১৭ সম্প্রসারনে মাঠ দিবস অনুষ্ঠিত

0
114

কামাল চৌধুরী

নোয়াখালীর সুবর্ণচরে বিনাধান-১৭ এর প্রচার ও সম্প্রসারনের লক্ষ্যে চাষীদেরকে উৎসাহিত করতে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে (৫ নভেম্বর) বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনষ্টিটিউট (বিনা) নোয়াখালী উপকেন্দ্রের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

মো. শহিদুল হক, জেলা কৃষি কর্মকর্তার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিনা’র মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন মো. হারুন অর রশীদ, উপজেলা কৃষি কর্মকর্তা, সুবর্ণচর, বিনা উপকেন্দ্র নোয়াখালীর ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাকিব, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রায়হান শিকদার, ফার্ম ম্যানেজার মো. ফররূখ আহম্মেদসহ উপসহকারী কৃষি কর্মকর্তা ও শতাধিক বিনাধান চাষী।

এসময় বিনা’র মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম বলেন, বিনাধান-১৭ মাত্র ১০০-১১০ দিনেই ফলন আসে। খরা সহিষ্ণু স্বল্পজীবনকালীন ও ব্লাস্ট প্রতিরোধি এ ধান প্রচলিত জাতের তুলনায় ২৫-৩০দিন আগেই ফলন কর্তন করা যায়। ফলে একই জমিতে রবি শস্য চাষের সুযোগ থাকে।

মাঠ দিবসে বিনা নোয়াখালীর উপকেন্দ্রের মাঠে প্রদর্শীত ধান কর্তন করে বিনাধান-১৭ হেক্টর প্রতি ৬.৫ টন ফলন পাওয়া যায়।

 

Facebook Comments Box
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here