ইতিহাস রচনার ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশ

0
352

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শুরুটা হয়েছে শ্বাসরুদ্ধকর এক জয়ের মাধ্যমে। আফগানদের বিপক্ষে সেটি ছিল বাংলাদেশের চতুর্থ জয়। পঞ্চম জয় বাগিয়ে নেয়ার মিশনে নামার পাশাপাশি রোববার (১৬ জুলাই) বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামতে যাচ্ছে সিরিজ নিজেদের করে নেয়ার লক্ষ্যে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি।

সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তনের সম্ভাবনা খুব একটা নেই। অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামার সমূহ সম্ভাবনা রয়েছে টাইগারদের।

যদি পরিবর্তন আসেও সেক্ষেত্রে একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে আফিফ হোসেনের। আর সেটি হলে সাইড বেঞ্চে বসতে হবে নাসুম আহমেদকে।

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইতিহাস রচনার হাতছানি দেখতে পাচ্ছে বাংলাদেশ। কেননা এই ম্যাচে জিতলেই প্রথমবারের মতো আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পাবে লাল সবুজের প্রতিনিধিরা।

একই সঙ্গে হাতছানি আছে আরও একটি রেকর্ড গড়ার। এই সিরিজটি জিতলেই দ্বিতীয়বারের মতো টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ।

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে শুধুমাত্র একবারই টানা তিন সিরিজ জয়ের নজির আছে বাংলাদেশের। ২০২১ সালে ঘরের মাঠে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে হারিয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। এবার ইংল্যান্ড ও আয়ারল্যান্ডকে হারানোর পর রেকর্ড গড়ার পথে বাংলাদেশের সামনে এখন আফগানিস্তান।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন/নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here