যেখানে ভারতের পরই বাংলাদেশ

0
388

গত কয়েক বছর ধরেই একদিনের ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে যাচ্ছে বাংলাদেশ। বিশেষভাবে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর ওয়ানডেতে নতুন রূপে দেখা দিয়েছে লাল-সবুজেরা। এর প্রমাণ সাকিব-তামিমের পরিসংখ্যান। এই সময়ে ওয়ানডেতে ভারতের পরই সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে বাংলাদেশ।

টেস্ট খেলুড়ে দেশের মধ্যে জয়ের দিক দিয়ে টাইগারদের পেছনে রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলগুলো। ২০১৯ বিশ্বকাপের পর সবচেয়ে বেশি ম্যাচ জিতে তালিকার শীর্ষে রয়েছে ভারত।

বিশ্বমঞ্চে ইংল্যান্ড চ্যাম্পিয়ন হওয়ার পর এখন পর্যন্ত ৪৫টি ওয়ানডেতে খেলেছে বাংলাদেশ। এর মধ্যে প্রায় অর্ধেকের বেশি ম্যাচেই জয়ের স্বাদ নিয়েছে সাকিব-তামিমরা। ২৭ জয়ের বিপরীতে বাংলাদেশের হার ১৬ ওয়ানডেতে। আর অমীমাংসিত থেকেছে দুটি ম্যাচ।

এই সময়ে শীর্ষে থাকা ভারত বাংলাদেশের থেকে বেশি ম্যাচে জয়ের পাশাপাশি খেলেছেও বেশি ম্যাচে। ৩৪ জয় নিয়ে তালিকার শীর্ষে আছে রোহিত শর্মার দল। ৫৭ ম্যাচ খেলে তারা পরাজয় দেখেছে ২০ ওয়ানডেতে। ফল হয়নি ৩ ম্যাচে।

ভারত-বাংলাদেশের পরেই আছে শ্রীলঙ্কা। ৫০ ম্যাচ খেলে ২৬ ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে দ্বীপরাষ্ট্রটি। দুটি অমীমাংসিত ফলের ম্যাচের বিপরীতে ২২ ম্যাচে হার দেখেছে দাসুন শানাকা-ওয়ানিন্দু হাসারাঙ্গারা।

তালিকার চারে আছে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে সুযোগ না পাওয়া ওয়েস্ট ইন্ডিজ। ৬০ ম্যাচের মধ্যে ২৪টিতে জয় পেয়েছে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এ ছাড়া ৩৪ ম্যাচে হেরেছেন নিকোলাস পুরান-জেসন হোল্ডাররা। এ সময়ে এক ড্রয়ের বিপরীতে ফল হয়নি একটি ম্যাচে।

যৌথভাবে পাঁচে আছে নিউজিল্যান্ড ও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ক্রিকেটের এই ফরম্যাটে অনেক কম ম্যাচই খেলেছে স্টিভেন স্মিথ-ডেভিড ওয়ার্নাররা। ৩৬ ম্যাচে তাদের জয় ২১। প্রতিপক্ষের কাছে ১৫ ম্যাচে হেরেছে অজিরা। অন্যদিকে সমান ম্যাচের মতো সমান ২১ জয় কিউইদের। তবে অজিদের থেকে দুই ম্যাচে কম হেরেছে ব্ল্যাক ক্যাপসরা। তাদের দুটি ম্যাচের কোনো ফল হয়নি।

এরপর ২৮ ম্যাচে ১৯ জয়ে তালিকার ছয়ে পাকিস্তান। ৩৫ ম্যাচে ১৮ জয় নিয়ে টেবিলের সাতে দক্ষিণ আফ্রিকা। তবে নিজেদের খেলা অর্ধেক ম্যাচে জয়ের দেখা পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ৩৬ ম্যাচ খেলে ১৮টি জয়ের স্বাদ নিয়েছে জস বাটলার–মঈন আলীরা। ১৫ হারের বিপরীতে ম্যাচের ফল হয়নি তিনটিতে।

দীর্ঘ এই সময়ে সবচেয়ে কম ম্যাচ খেলেছে আফগানিস্তান। ২৪ ওয়ানডেতে তাদের জয় ১৪ ম্যাচে। ৯ হারের বিপরীতে ফল হয়নি এক ম্যাচে।

২০১৯ বিশ্বকাপের পর সবচেয়ে বেশি জয়

জয় দল ম্যাচ
৩৪ ভারত ৫৭
২৭ বাংলাদেশ ৪৫
২৬ শ্রীলঙ্কা ৫০
২৪ ওয়েস্ট ইন্ডিজ ৬০
২১ অস্ট্রেলিয়া ৩৬
২১ নিউজিল্যান্ড ৩৬
১৯ পাকিস্তান ২৮
১৮ দক্ষিণ আফ্রিকা ৩৫
১৮ ইংল্যান্ড ৩৬
১৪ আফগানিস্তান ২৪

Facebook Comments Box
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here