ইব্রাহিম খলিল শিমুল।।
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে নোয়াখালী সুবর্ণচর উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নে “ভালনারেবল গ্রুপ ফিডিং” (ভিজিএফ) এর চাল বিতরণ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ জুলাই) সকালে উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান অধ্যাপক মোঃ বেলায়েত হোসেন এ ভিজিএফ এর চাল বিতরণের উদ্বোধন করেন। এ সময় ট্যাগ অফিসার, চর আমান উল্যাহ ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আবুল কালাম আজাদ, রাজনৈতিকব্যক্তিবর্গ, ইউপি সদস্য, গ্রামপুলিশ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান অধ্যাপক মো. বেলায়েত হোসেন বলেন, ঈদুল আযহা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে অত্র ইউনিয়নে ভিজিএফের কার্ডপ্রতি ১০ কেজি করে সমগ্র ইউনিয়নে ৩ হাজার ৩৭৮ জন উপকারভোগীদের মাঝে এ চাল বিতরণের উদ্বোধন করা হয়।