কলেরার ভয়ে পালানোর সময় নৌকা ডুবে ৯০ প্রাণহানি

0
74

মোজাম্বিকের উত্তর উপকূলে নৌকা ডুবে ৯০ জনের বেশি মানুষ মারা গেছেন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

সোমবার (৮ এপ্রিল) এক প্রতিবেদনে বিবিসি জানায়, নামপুলা প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজে থাকা ১৩০ জনের মধ্যে পাঁচজনকে উদ্ধার করা হয়েছে।

নামপুলা সেক্রেটারি অব স্টেট জেইম নেটো জানান, নৌকাটিতে অনেক ভিড় ছিল এবং এত যাত্রী বহনের মতো সক্ষমতা ছিল না। তারা কলেরা প্রাদুর্ভাব থেকে বাঁচতে অন্য কোথাও পালিয়ে যাচ্ছিল। মৃতদের মধ্যে অনেক শিশু রয়েছে বলেও জানান তিনি।

সামাজিকমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, নৌকাটি লুঙ্গা থেকে নামপুলার উপকূলে মোজাম্বিক দ্বীপে যাচ্ছিল। নৌকাডুবির পর সৈকতে বেশ কয়েকজনের মৃতদেহ ভেসে আছে।

গত বছরের জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশে কলেরার প্রাদুর্ভাবের কারণে নামপুলা প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউনিসেফের মতে, এবারের কলেরা প্রাদুর্ভাব ২৫ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ। ২০২৩ সালের অক্টোবর থেকে, মোজাম্বিকে ১৩ হাজার ৭০০ জন কলেরায় আক্রান্ত হয়েছেন এবং ৩০ জন মারা গেছেন।

Facebook Comments Box
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here