বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের সময় যতই এগিয়ে আসছে, ততই বাড়ছে উৎসাহ ও উন্মাদনা। এ নির্বাচনকে ঘিরে অনেক তারকাই ইতোমধ্যে প্রস্তুতি সেরে ফেলেছেন।
এদিকে চূড়ান্ত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের নতুন তারিখ। আগামী ১৯ এপ্রিল এফডিসিতে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির নির্বাচন কমিশনের আপিল বোর্ডের সদস্য সামছুল আলম।
এর আগে গত ১ ফেব্রুয়ারি শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির মিটিং অনুষ্ঠিত হয়েছে। সেখানেই চূড়ান্ত হয়েছে ২০২৪-২৫ সালের দ্বি-বার্ষিক নির্বাচনের তারিখ।
তবে এ নির্বাচনে কারা অংশ নিচ্ছেন এখনো জানা যায়নি। শিগগিরই প্যানেল ঘোষণা হবে বলে জানা গেছে।
এর আগে ঢাকাই সিনেমার অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল জানিয়েছেন, নতুন নতুন চমক রেখে প্যানেল প্রস্তুত করে রেখেছেন।
জায়েদ খান বলেছেন, ‘আপাতত শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ভাবছি না। হাতে অনেকগুলো কাজ আছে, সেগুলো নিয়েই ভাবছি।
শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ক্ষোভ প্রকাশ করে এ অভিনেতা আরও বলেন, আমি তো নির্বাচিত হয়েও চেয়ারে বসতে পারছি না। কত কিছুই তো হলো। এসব নোংরামিতে আমার যাওয়ার আর ইচ্ছা নেই।
এছাড়া ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নিপুণ আক্তার জানিয়েছেন, বর্তমান কমিটির মেয়াদ প্রায় শেষের দিকে। তাই নতুন বছরের ৮ ফেব্রুয়ারির মধ্যে আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।